অবতক খবর , উত্তর দিনাজপুর :    বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার অধীন মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় ২২০ জন পান চাষীকে জৈব সার এবং নিম তেল দিয়ে সাহায্য করল উত্তরদিনাজপুর উদ্যানপালন বিভাগ।

উদ্যানপালন বিভাগ এর জেলা আধিকারিক জানান ২০১৮-১৯ সালে বৃষ্টির কারনে জীবন মোর এবং শ্রীকৃষ্ণপুর এলাকার বহু পান চাষী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। জেলা উদ্যানপালন আধিকারিক সুফল মন্ডল এবং ইসলামপুর মহকুমার মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহবুব আলম জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীরা তাদের সাহায্যের জন্য রাজ্য সরকারকে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্যানপালন বিভাগ তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

ভবিষ্যতেও এই সাহায্য করা হবে বলে জানানো হয়েছে এলাকার কৃষক বাবন পাল এবং মৃণাল দাস সহ অন্যান্যরা জানিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য তারা যথেষ্ট উপকৃত হয়েছেন। ভবিষ্যতে তারা এ ধরনের সাহায্যের জন্য আশায় বুক বেঁধে থাকবেন।