অবতক খবর,২১ মার্চ: শ্রীরামপুরে আসন সমঝোতা হল না! জোট বার্তা দিয়েও
আটটি লোকসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করলো আইএসএফ।বাদ রইল নওশাদের দাঁড়াতে চাওয়া ডায়মন্ড হারবার।
আজ ফুরফুরা শরীফে আইএসএফের রাজ্য কমিটির নেতৃত্বের বৈঠকের শেষে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন আইএসএফ কার্যকরী সভাপতি সামসুর আলী মল্লিক।প্রার্থীরা হলেন,মালদা উত্তর-মহঃ সোহরাব,জয়নগর-মেঘনাদ হালদার,মুর্শিদাবাদ-হাবিব সেখ,বারাসাত-তাপস বন্দ্যোপাধ্যায়,বশিরহাট-মহঃ সইদূল ইসলাম মোল্লা,মথুরাপুর-অজয় কুমার দাস,শ্রীরামপুর-সাহরিয়ার মল্লিক,ঝাড় গ্রাম-বাপি সোরেন।
প্রথম দফার ষোলো জন প্রার্থীর নাম ঘোষনা করেছিল বামফ্রন্ট।আইএসএফ এর সঙ্গে জোট সম্পর্কের কি হবে সে বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন জোট না আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে।আইএসএফ এর দাবী ছিল তিনবার বামেদের সঙ্গে আলোচনা হয়েছে আসন রফা নিয়ে।তাতে কোনো সমাধান সূত্র মেলেনি।আটটি আসনে তারা প্রার্থী দিতে পারেন বলে জানিয়েছিল আইএসএফ নেতৃত্ব।
আজ ফুরফুরায় সাংবাদিক বৈঠক করে আট আসনের প্রার্থীদের নাম ঘোষনা করে আইএসএফ।
ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।যদিও আজকের প্রথম পর্বের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হয়নি।নওশাদ জানিয়েছেন রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে এখনো আলোচনার পথ খোলা আছে।
অন্যদিকে শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর প্রচার শুরু করে দিয়েছেন।সেই শ্রীরামপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় জোটে জট তৈরি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।
নওশাদের যুক্তি আইএসএফের জন্ম হয়েছে ফুরফুরা থেকে সেই ফুরফুরা শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে।এছাড়াও শ্রীরামপুরের লোকসভার চন্ডীতলা জাঙ্গিপাড়া ডোমজুড় জগৎবল্লভপুরে মত অনেক জায়গায় আইএসএফে শক্তি আছে।
ফুরফুরা শরীফসহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে বাম আইএসএফ জোট করে লড়াই করতে।লোকসভা এসে সেই জোট ধাক্কা খেলো।
তবে আইএসএফ নেতৃত্ব জানিয়েছে এখনো আলোচনার রাস্তা খোলা আছে।
নওশাদ বলেন,আমরা একটু এগিয়ে যাচ্ছি বাম বা কংগ্রেস পক্ষ থেকে এগিয়ে আসবে এটা আমরা আশা করছি।আমরা প্রথম পর্বের তালিকা প্রকাশ করেছি।এরপর প্রয়োজন হলে দ্বিতীয় তৃতীয় হতে পারে।এরমধ্যে তারা যদি জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি সব ঠিক হয়ে যাবে।জোটের ব্যাপারে আমরা ১০০ শতাংশ পজিটিভ আছি।বামেরা যাদবপুর নিয়ে সেন্টিমেন্টের কথা বলে আমাদেরও সেন্টিমেন্ট আছে।কারন ওখানে একটা বিধানসভা শুধু জিতে আছি তা নয় অন্য কয়েকটি বিধানসভাতেও আইএসএফের শক্তি ভালো আছে।