অবতক খবর :: মালদা :: ২৮ জুন ::    লকডাউনের পর থেকেই রক্তের সংকট। কারণ হিসাবে করোনা সংক্রমণের ভয়ে কোনও রক্তদান শিবির আয়োজন না করা। তার ওপর প্রতিদিনই রক্তের যা চাহিদা তা থেকে ব্লাড ব্যাঙ্কে যোগান নিতান্তই নগন্য। এমতাবস্থায় একল অভিযান শ্রীহরিকথা সৎসঙ্গ মহিলা সমিতি মধ্যবঙ্গ মালদার উদ্যোগে, সেন্টজন অ্যাম্বুলেন্স মালদা শাখা, মালদা আই. এম. এ. ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, মালদা.আই. এম. এ. ভবনে প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও  ১০ জন রক্তদান করেন।

শিবিরে বক্তব্য রাখেন মালদা জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল ,সেন্টজন অ্যাম্বুলেন্স মালদার সম্পাদক সৌমিত্র সরকার, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক ও জেলা রক্তদান শিবির আহ্বায়ক নিরঞ্জন প্রামানিক ও অনিল কুমার সাহা, মালদা মিডিয়াম ক্লাবের সদস্য আশিস বাঘ, জগদ্ধাত্রীতলা হ্যান্ডিক্রাফটস সোসাইটির কর্ণধর জয়শ্রী কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে সকলকে একটি করে গাছ প্রদান করা হয়। করোনার আতঙ্ক ও বৃষ্টির মধ্যেও রক্তদান করার জন্য একল অভিযান শ্রীহরিকথা সৎসঙ্গ মহিলা সমিতির সদস্য বর্ণালী দত্ত পাল সকলকে ধন্যবাদ জানান।