ষড়যন্ত্র
তমাল সাহা
ষড়যন্ত্র অর্থাৎ ষট্ প্লাস যন্ত্র।
ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত
এই দেশের বৃহত্তম গণতন্ত্র
প্রজন্মের রক্ত শোষণই যার মন্ত্র।
অন্যদিকে ষট্ মানে ছয়–
ছয়টি যন্ত্রের সমাহার।
এই যন্ত্রেই বাঁধা সরগমের তার
হা হা বাংলা শব্দের কি বাহার!
হে পার্থ! বলে দে ত্বরা
এই ছয়টি যন্ত্র কারা?
কারা এতোদিন দিচ্ছিল পাহারা!
চক্রান্ত যদি হয় চক্র প্লাস অন্ত
তবে এই চক্রের অন্তে কে?
দেরি করিস না পার্থ!
শ্রীকৃষ্ণ কহে, দে! দ্রুত বলে দে!