অবতক খবর, সংবাদদাতা, হুগলি :: দীর্ঘ ষোলো মাস ধরে বেতন না পেয়ে এবার আন্দোলনে বি এস এন এল এর ঠিকা শ্রমিকরা। বি এস এন এল এর বিভিন্ন ডিভিসনে কাজ করেন কয়েক হাজার ঠিকা শ্রমিক। হুগলীর চূঁচুড়া ও চন্দননগর ডিভিসনে এরকম সাড়ে চার হাজার শ্রমিক রয়েছেন। গত ষোলো মাস ধরে তারা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ।
এমনিতেই লকডাউনের বাজারে ইন্টারনেটের চাহিদা বেশী, বেসরকারী সংস্থাগুলো যখন এই বাজার ধরে রাখতে প্রানপাত করছে তখন কেন্দ্রীয় সরকারের সংস্থা হওয়া সত্বেও বি এস এন এল সম্পূর্ণ নীরব। গ্রাহক সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে। বন্ধ হয়েছে কর্মীদের বেতন ও।
লকডাউনের বাজার তাই এবার নিজেদের সংসার বাঁচতে এবার রাস্তায় নামতে বাধ্য হলেন তারা। চন্দননগর ও চূঁচুড়ার বি এস এন এল অফিসের সামনে তাদের এই বিক্ষোভ অবস্থান। তাদের দাবি তাদের অবস্থান ততদিন চলবে যতক্ষণ কেন্দ্র সরকারের টনক না নড়ে।