অবতক খবর,২৬ অক্টোবর: কাঁচরাপাড়া কবরস্থান সংলগ্ন অঞ্চলে একটি সামাজিক কল্যাণব্রতী সংগঠন সরগম। এই সরগমের উদ্যোগে এদিন এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সরগমের অন্যতম সংগঠক শম্ভু চ্যাটার্জী জানান,এটি একটি সার্বিক মিলন উৎসব। এই উৎসবের আয়োজন আমরা প্রতিবছরই করে থাকি। বিজয়া একটি সৌহার্দ্য, সংহতির অনুষ্ঠান। এই অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষ, রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত ধরণের মানুষকে,সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজনকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ করে থাকি। সারাবছরে এটি একটি উল্লেখযোগ্য সামাজিক এবং লৌকিক উৎসব বলে আমরা মনে করি। বিজয়ার সঙ্গে শুভ শক্তির জয় মানুষের মঙ্গল কামনা জড়িত। এই কারণে আমরা এই উৎসবটিকে গুরুত্ব দিয়ে থাকি। এটি একটি মিষ্টিমুখ করানোর উৎসব। মিষ্টি প্রতীক মাত্র। মধুর বন্ধনে নিজেদের আবদ্ধ করা এবং পরবর্তী কার্যক্রমে মানুষের পাশে দাঁড়ানোই এই উৎসবের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানের আয়োজন করেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর শপথ ও অঙ্গীকার নিয়ে থাকি।
এবার এই উৎসবে প্রায় ২০০ জন মানুষের সমাগম ঘটেছিল।