অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগী ও রোগীর পরিবার যাতে কোনও সংক্রমন বহন করে না নিতে পারে সেজন্য গোটা হাসপাতাল চত্বর স্যানিটাইজিং করার উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা। এদিন পুরসভার উদ্যোগে সকাল থেকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত বিভাগ থেকে শুরু করে গোটা চত্বর জীবানু নাশক স্প্রে করলেন পুরসভার কর্মীরা।

হাসপাতালে চিকিৎসা করাতে প্রতিদিন বহু মানুষ আসেন। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ব্লকের বিভিন্ন এলাকা থেকে রোগী ও তাদের পরিবার আসেন। দিনভর হাসপাতালে চত্বরে পড়ে থাকেন তারা। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পুর এলাকা স্যানিটাইজিং করার পাশাপাশি হাসপাতালে সংক্রমণ ঠেকাতে গোটা হাসপাতাল চত্বরই স্যানিটাইজিং করল কালিয়াগঞ্জ পুর কর্তৃপক্ষ।

ট্যাঙ্কের জলে জীবানু নাশক তরল মিশিয়ে তা স্প্রে করা হচ্ছে। কালিয়াগঞ্জ পুরসভার এই উদ্যোগে খুশী হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সাধারন মানুষ।