অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    দিন দিন করোনা ভাইরাসের সংক্রামণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে স্বাস্থ্য দফতর চিন্তিত। যাতে কোন ভাবেই ভাইরাসের সমংক্রামণ বৃদ্ধি না পায় সেই কারণে শনিবার থেকে সাত দিন ব্যাপী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে করোনা ভাইরাস থেকে কালিয়াগঞ্জ শহকে সুরক্ষিত রাখা যায়। সেই মতাবেক কালিয়াগঞ্জ শহরে উপর দিয়ে যাওয়া সমস্ত টোটো রিক্সা গুলিকে স্যানিটাইজার করার কাজ শুরু করা হয়েছে।

শুধু টোটো রিক্সা না বাইরে থেকে আসা ছোট বড় সব ধরণের গাড়িতে স্যানেটাইজার করা হচ্ছে। এদিন কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল, বোর্ড অফ মেম্বার বসন্ত রায়, পুরসভার স্যানেটারি ইনস্পেক্টার সুরজীত কোইরী, বিশিষ্ট সমাজসেবী সুদীপ ভট্টাচার্য, চন্দন ঘোষ সহ অন্যান্যরা। সাত দিন ব্যাপী শহরকে সুরক্ষিত রাখার পুরসভার উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে শুরু টোটো রিস্কা চালকেরা।

পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল জানান, করোনার হাত থেকে কালিয়াগঞ্জ শহরকে সুক্ষিত রাখাত জন্য সাতদিন ব্যাপী শহরের সমস্ত টোটো রিস্কা সহ বাইরে থাকে আসা সমস্ত ছোট বড় গাড়ি স্যানেটাইজার করা হচ্ছে। সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। কালিয়াগঞ্জ এখনো করোনা থেকে সুরক্ষিত আছে যাতে আগামী দিনেও সুরক্ষিত থাকে।