নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : মালদহ :     করোনা পরিস্থিতিতে এক নজির দেখা গেলো মালদার হরিশ্চন্দ্রপুরে। করোনাকালে কারও শ্বাসকষ্টের সমস্যা হলে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। এছাড়া নানাভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার নিজেদের ক্লাব ভবনে সেফ হোম চালু করল মালদহের হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি।

আজ থেকে ওই সেফ হোম চালু করা হয়েছে। গত বছর করোনা আবহে হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজে সেফ হোম চালু করা হয়েছিল। কিন্তু এবার প্রকোপ কয়েকগুণ বাড়লেও এখনও তা নেই। ফলে সংক্রমিতদের অনেককেই বাড়িতে নিভৃতবাসে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। তাদের পাশাপাশি যাদের সামান্য উপসর্গ রয়েছে, তাদের কথা ভেবেই ক্লাব ঘরে সেফ হোম চালু করার পরিকল্পনা বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে।

এই উদ্বোধনে উপস্থিত ছিলেন সংগঠন সমিতির সম্পাদক অনুপ দাস, সুবীর রায় চৌধুরী,ট্রাস্টি বোর্ডের সদস্য তারকেশ্বর রায়, সহ অন্যান্যরা।