রাজস্থানের উদয়পুর বাজারে প্রকাশ্যে দর্জি কানাইয়ালালকে গলা কেটে খুন। ঘটনা 29 জুন 2022
‘সংবাদ মূলত কাব্য’
তমাল সাহা
এক) কোতল
ঘাতকের কোন ধর্ম নেই
যে অস্ত্র ব্যবহার করে খুনি তারও কোনো ধর্ম নেই।
খুন করাই তার ধর্ম।
সন্ত্রাসে কেন তৈরি করো ধর্ম-আতঙ্ক
কেন এই অপঘাত অপকর্ম?
যে ছিল সেলাই ওস্তাগর
কাপড় কেটে ছেঁটে বানাতো পোশাক
তোমার লজ্জা-নিবারণ।
তারই গলা কেটে ছেঁটে দিলে?
এতে হলো হিংসার উদ্বোধন, হলো কোন ভোরের আগমন!
বাজারে প্রকাশ্যে কানাইয়া লালকে করলে কোতল-খুন
ধর্ম রক্ত মাখলো গায়,
দাহপর্বে সচেষ্ট হয় নরঘাতীআগু
দুই) ধর্ম দৃশ্য
ধর্ম হারিয়েছে তার নিজস্বতা ধর্ম মানে এখন বৈরিতা।
ধর্ম এখন এক বিশেষ প্রকার ধর্ম মানে আর্তনাদ ও হাহাকার।
ধর্মের দুটি হাত
একটি হাতে আগুন অন্য হাতে তরবারি।
ধর্ম এখন মৃত্যুর কারবারি।
ধর্ম মানে নয় প্রার্থনা নমাজ ধর্ম রক্তখেকো আজ