অবতক খবর,১৫ ফেব্রুয়ারি: হালিশহর ৮ নং বিবেকানন্দ পল্লীতে প্রায় ১৫ কাটা একটি পুকুর ধীরে ধীরে ভরাট হয়ে চলেছে। কিন্তু হুঁশ নেই প্রশাসনের। এলাকাবাসীদের অভিযোগ নিতাই মজুমদার নামে এক স্থানীয় ব্যক্তি ওই পুকুরটি ভরাট করে চলেছে। প্রশাসনের নজরে না আসার একটি কারণ হল, পুকুরটি একটু ভেতরের দিকে।
এলাকাবাসীদের আরো অভিযোগ যে,এই পুকুর ভরাটে মোটা টাকা খেয়ে মদত দিচ্ছেন হালিশহর পৌরসভায় কর্মরত এক ইঞ্জিনিয়ার। তার আশ্বাসেই নিতাই মজুমদার সাহস পাচ্ছেন এই পুকুর ভরাট করার।
এদিকে তারা আরো বলেন,এই অঞ্চলটি যেহেতু একটু ভেতরের দিকে তাই যদি এই অঞ্চলে কোন বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,তবে দমকল বাহিনী তাদের গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারবে না। তাই তাদের কাছে এই পুকুরই একমাত্র মুশকিল আসান। কিন্তু ক্রমে ক্রমে এই পুকুরও ভরাটের পথে। ফলে কোন দুর্ঘটনা যদি ঘটে তবে তারা অসহায়। অর্থাৎ তাদের কিছুই করার থাকবে না।
এমতাবস্থায় এলাকাবাসীরা স্থানীয় তৃণমূল যুব নেতা শুভঙ্কর ঘোষ (সোনাই) এবং জেলা সাধারণ সম্পাদক তথা বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারীকে এই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন।