অবতক খবর , শিলিগুড়ি : সকাল থেকে বৃষ্টির কোপে শিলিগুড়ি। আজ সকাল থেকেই অঝোড়ে বৃষ্টি নামল শিলিগুড়ির বিস্তির্ন অঞ্চলে।বৃষ্টি নেমেছে জলপাইগুড়ি এবং কোচবিহারেও সকাল থেকে বৃষ্টি নামাতে মানুষ ঘরে আটকিয়ে যান। অনেকেই অফিসের জন্য বেরিয়েও আটকিয়ে যান রাস্তায়।বৃষ্টিতে সকালে দোকান খুলতে দেরী করে ফেলেন অনেকেই।
গত তিনদিন ধরেই বৃষ্টি নামছে শিলিগুড়িতে। বৃষ্টিতে আটকে পড়েন অনেক রোগীরাও,অনেকেই ডাক্তার দেখাতে গিয়ে রাস্তায় আটকে পড়েন।জল জমে যায় বিধান মার্কেট এবং ক্ষুদিরামপল্লীতেও,জল জমে যায় ষ্টেডিয়ামের বাইরেতেও। বৃষ্টির কারনে অনেকেই নিজের কাজ বাতিল করে দেন,আবহওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনও শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হতে পারে। একেই করোনার প্রকোপ তার উপরে যুদ্ধ এবং বৃষ্টি একেবারেই নিস্তব্ধ করে দিয়েছে শিলিগুড়ির বাজারকে।