অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- সচেতনতার বার্তা নিয়ে হোগলা পাতার নৌকা এবার পাড়ি দেবে বহরমপুর থেকে কোলকাতার উদ্দেশ্যে।
বৃহস্পতিবার বহরমপুরের কুঞ্জুঘাটা কালি মন্দিরের গঙ্গার ঘাটে এই নৌকার শুভ উদ্বোধন করা হয়। আগামী কাল এই নৌকা যাত্রা পথের উদ্দেশ্যে রওনা দেবে।
গঙ্গায় ভেসে ৮ দিনে এই খড়ের নৌকা পৌঁছে যাবে কোলকাতায়। মোট ১১ জন যাত্রী নিয়ে নৌকা পাড়ি দেবে। হাওড়ার বাবুঘাটে তাদের যাত্রা পথ শেষ হবে।
প্রায় ১৪ দিন ধরে তৈরি করা হয়েছে নৌকা। উপাদান হিসাবে রয়েছে, বাঁশ, খড় ও হোগলা পাতা সহ প্রাকৃতিক উপাদান দিয়ে। গঙ্গা দুষন প্রতিরোধ রোধ, করোনা সচেতনতা সহ অন্যান্য বার্তা এই নৌকা থেকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।
শিউলি চট্টোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যে এই নৌকার নাম রাখা হয়েছে শিউলি। বহু মানুষ এই অভিনব নৌকাটি দেখতে ভিড় করেন।