অবতক খবর,২৮ জুলাই: সচ্চাষী ছাত্র মঙ্গল সমিতি
সংগঠনের পক্ষ থেকে আজ
আটটি জেলা জুড়ে
বিভিন্ন শাখায় পরীক্ষা হচ্ছে।

মূলত মেধাভিত্তিক হচ্ছে পরীক্ষা নদীয়া জেলায় হরিণঘাটা ব্লকে হাড়িপুকুরিয়া স্কুলে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে
প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানা জানানো হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের সংস্থার পক্ষ থেকে
সংগঠনের কাছে থেকে তাদের মূল বার্তা হল সমাজের কাছে
এ সকল স্কুল পড়ুয়ারা বিভিন্ন কারণবশত অভাব অনটনের কারণে বর্তমানে স্কুল ছুট হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য এই পরীক্ষার মাধ্যমে একটি বার্তা তুলে দেওয়া হচ্ছে।

প্রায় দুমাস পরে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানাচ্ছেন
সচ্চাষী ছাত্র মঙ্গল সমিতির পক্ষ থেকে
সংস্থার নিজস্ব ওয়েব সাইটের পক্ষ থেকে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে,https://satchasicms.in,
উপস্থিত ছিলেন,ডক্টর সুমন মন্ডল (হেড কন্ট্রোলার ), সমরেশ মণ্ডল (কেন্দ্রীয় সম্পাদক ), ভোলানাথ মন্ডল (হরিণঘাটা জোনাল সম্পাদক ), দ্যুতিরঞ্জন গাইন (কেন্দ্রীয় সভাপতি )।