নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::   বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের হাঁসপাহাড়ির জঙ্গলে একশো দিনের কাজের প্রকল্পে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা । আচমকাই জঙ্গল থেকে ভেসে আসে একটি শিশুর কান্না । প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও কিছুক্ষন পর শ্রমিকরা বুঝতে পারেন শিশুর কান্নার শব্দ জঙ্গলের ভেতরের দিক থেকেই আসছে ।

এরপর কান্নার শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতর কিছুটা এগোতেই একটি সদ্যজাত কন্যা সন্তানকে মাটিতে শুয়ে কাঁদতে দেখেন শ্রমিকরা । দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতিতে । এরপরই ঘটনাস্থলে ছুটে এসে সুস্থ ও স্বাভাবিক ওই কন্যা সন্তানকে উদ্ধার করে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজি । সেখানেই আপাতত ঠাই হয়েছে সদ্যজাত ওই কন্যা সন্তানের।

জেলা প্রশাসনের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছে।