অবতক খবর :: শিলিগুড়ি :: ৩১ মে :: অদ্ভুতবেশ আগন্তুককে দেখে হইচই বাধল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে। আজ সকাল আটটা নাগাদ ষাটোর্ধ্ব জনৈক হিন্দিভাষী এক ব্যক্তি পরনে ছিল তার একটি ঘিয়ে কালারের পাঞ্জাবি। ৩৮ নম্বর ওয়ার্ডে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের তারা ওয়ার্ড এর কোঅর্ডিনেটর দুলাল দত্ত কে খবর দেন। খবর পেয়ে দুলাল দত্ত স্বাস্থ্য দপ্তরকে জানান।
এই ব্যক্তি কোন স্বাস্থ্য কেন্দ্র থেকে পালিয়ে এসেছে বলে সন্দেহ হয় এলাকার লোকজনের। ওই ব্যক্তির বাঁ হাতে একটি স্বাস্থ্য কেন্দ্রের সিল থাকাতে সন্দেহ আরও জোরালো হয় এলাকাবাসীদের। ভক্তিনগর থানার পুলিশ এসে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে মেডিকেল কলেজে পাঠানো হয়। ওই ব্যক্তি নিজের নাম নীতিশ বলে দাবি করেন বাড়ি বিহারের পাটনা জেলার পারিগঞ্জ থানা এলাকায়। নিতীশ কুমার কে মেডিকেলে নিয়ে যাওয়ার পর এলাকায় স্যানিটেশন কাজ শুরু হয়।