অবতক খবর : নৈহাটিতে গত সোমবার ঐকতান ভবনে সমরেশ বসু মঞ্চে ছোটদের জন্য ছড়ার মূলক ষান্মাসিক প্রথম বর্ষের শারদ সংখ্যা ২০১৯ বইয়ের উন্মোচন করা হয়। উন্মোচন করেন প্রধান অতিথি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক তথা শিক্ষাবিদ আশীষ কুমার মুখার্জী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু কবিদের অন্যতম উৎপলকুমার ধারা, স্বপন কুমার চক্রবর্তী ,স্বপনকুমার বিজলি,তরুণ কান্তি নাথ, অমরেশ বিশ্বাস ও মানবেন্দ্র চক্রবর্তী সহ শিশু কবিগন। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বরণের পর উদ্বোধনী সংগীত ,ছড়া ও আবৃত্তি পরিবেশন করা হয়। জবাবী ভাষণে পত্রিকার সম্পাদক শিবনাথ শিকদার ছড়ার মুলুকে আগামী বছরে দূরবর্তী বিভিন্ন অঞ্চল বা স্কুল থেকে অবহেলিত ছড়া লেখা শিশু প্রতিভাকে বের করা ও যারা ছড়া লেখা থেকে বিরত আছেন তাদেরকে এক ছাতায় নিয়ে এসে আগামী বছরের যে কোন সময়ে কলকাতা বাংলা একাডেমিতে সারাবাংলার ৩০০ কবিকে নিয়ে সমাবেশ করবেন বলে জানান। পরে সভাপতি পান্ডু বিশ্বাসের সমাপ্তি ভাষণ এর মাধ্যমে সভা শেষ করা হয়।