অবতক খবর,২৭ সেপ্টেম্বর: পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে মধ্যমগ্রাম থেকে ৮ জন পর্যটকের দল দিঘাতে বেড়াতে গেছিল। সকলে ওল্ড দিঘার একটি হোটেলে উঠেছিল। উল্লেখ্য, বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়ের দরুন গতকাল থেকেই দীঘা ও তার পার্শ্ববর্তী সমুদ্রসৈকতে পর্যটকদের সমুদ্রের নামতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। জানা যায়,প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীঘা সমুদ্র সৈকতে নামতে না পেরে এই পর্যটকের দল উড়িষ্যা উপকূলের তালসারি সমুদ্র সৈকতে স্নান করতে নামে। এরপর রবিবার সন্ধ্যার ঠিক আগে ওই পর্যটক দলের দুই যুবক সমুদ্রে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পাওয়া মাত্রই উড়িষ্যা কোস্টাল থানার পুলিশ ও দীঘা থানার পুলিশ দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। কিন্তু সমুদ্রের জলোচ্ছাসের দরুন খোঁজ মেলেনি দুই যুবকের দেহের। খবর দেওয়া হয় নিখোঁজ দুই যুবকের পরিবারকে। নিখোঁজ দুই যুবক অভ্রদীপ আচার্য ও দিবস সিং মধ্যমগ্রামের বাসিন্দা। পরিবারের কাছে নিখোঁজের খবর আসতেই এলাকার নেমে আসে শোকের ছায়া। ইতিমধ্যেই মধ্যমগ্রামের দুই ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর ও মধ্যমগ্রাম থানার পুলিশ যোগাযোগ শুরু করেছে দিঘা পুলিশ প্রশাসনের সাথে। পর্যটক দলের বাকি সদস্যদের ইতিমধ্যেই ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।