অবতক খবর,৪ আগস্ট: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর পূজা সংঘের পুজো এ বছরে ৮০তম বর্ষে পদার্পণ করেছে।
তাদের এবছরের থিম হলো সাবেকিয়ানা এবং মন্ডপ হবে উন্মুক্ত।
কারণ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবং রাজ্য সরকারের যে সমস্ত গাইডলাইন আছে সেই সমস্ত কিছুকে মান্যতা দিয়ে এবার পুজো কমিটি সাবেকিয়ানা ঘরোয়া পুজো করতে চলেছে। আজছিল খুঁটি পুজো।
উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল সহ পুজো কমিটির অন্যান্য কর্মীবৃন্দ।
পুজো কমিটির উদ্যোক্তাদের বক্তব্য যে, আম্ফান,ইয়াশ, আইলা ঘূর্ণিঝড়ে কবলিত সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের পাশে ত্রাণ নিয়ে পৌঁছানোর জন্য পুজো এবছর সাবেকিয়ানা করতে চাইছে উদ্যোক্তারা।