অবতক খবর,১৭ জুন,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:আনন্দ উৎসাহের সঙ্গে ঈদ আল আধাহ পালন । ঈদ আল আধাহ পালিত হওয়া ত্যাগের উদ্দেশ্য। আরবি শব্দ আধাহ অর্থাৎ ত্যাগ বা উৎসর্গ। এই উৎসর্গ হয় ঈশ্বরের প্রতি। ঈদ আল আধাহর দিনে ছাগল, গরু, উট, কিংবা যেকোনো পশু কে উৎসর্গ করা হয় আল্লাহর উদ্দেশ্যে।
তাই মুসলিম সম্প্রদায়ের মানুষের বিভিন্ন উৎসবের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করেন তারা।
এছাড়াও এই পবিত্র দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষজন দের নামাজ পাঠের প্রচলন রয়েছে সেই সঙ্গে
সারাদেশের সঙ্গে মন্তেশ্বর ব্লকে বিভিন্ন মসজিদের সহিত মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের কষা গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন কষা জামা মসজিদের ঈদগারে, ইমামের মাধ্যমে নামাজ পড়ার মধ্য দিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি বজাযের মাধ্যমে আনন্দ উৎসাহের সঙ্গে এই ঈদ পালন করছে।