অবতক খবর :: উত্তর দিনাজপুর ::   সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে বিভিন্ন কারখানায় শতকরা পঁচিশ শতাংশ শ্রমিক কাজ শুরু করলেও অনেক ক্ষেত্রেই তারা মাক্স পড়ছেন না এবং স্যানিটাইজার ব্যবহার করছেন না বলে অভিযোগ উঠেছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের একাধিক চাবাগান এবং কারখানাগুলোতে এমনটাই হচ্ছে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের এক্ষেত্রে যে সরকারি বিধিনিষেধ রয়েছে তা বাগান কর্তৃপক্ষ অনেকেই মানছেন না। ফলে স্বাস্থ্যসম্মতভাবে শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে না। যদিও চোপড়ার এলাকার একটি কারখানার ম্যানেজার পানকাজ মিশ্রা জানান, তাদের ওখানে যারা কাজ করছেন তারা মাস্ক এবং গ্লাভস পড়েই কাজ করছেন এবং গাড়িচালকরা হ্যান্ডওয়াশ ব্যবহার করছেন। এমনকি গাড়ি ও প্রতিদিন ভালোভাবে ধোয়া হচ্ছে। তারা সমস্ত নিয়ম মেনে কাজ করছেন।

অন্যদিকে কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় সম্পাদক দেবাশীষ পাল জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যেখানে যেখানে কাজ চলছে তাদের সংগঠনের তরফে প্রত্যেকেই সরকারি নির্দেশ মান্য করার কথা বলা হয়েছে এবং মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও জোর দিতে বলা হয়েছে।