সস্তার মাল
তমাল সাহা
তুমি দেখো,
গাঙ্গেয় উপত্যকায়
নারী পাওয়া যায় কত সস্তায়!সরকারি ধার্য মূল্য সতেরো টাকার মতো রোজ।
মানে প্রতিমাসে পাঁচশ টাকা।
কি দেখছো তুমি!
চারিদিক অন্ধকার শুনশান ফাঁকা!
অপমানগুলি ভেসে যায় হাওয়ায়
বিরুদ্ধ উচ্চারণগুলি পথ হারায়।
আমরা মানুষ না অমানুষ বোঝা বড় দায়!