তাঁর কাছে শিখি আর শিখি
তিনি বিশ্বপথিক—প্রমায় গরীয়ান।

সহজ রবীন্দ্রনাথ
তমাল সাহা

আমার রবীন্দ্রনাথ
থাকে বক্সিগঞ্জে পদ্মানদীর পারে।
আমার রবীন্দ্রনাথ
খঞ্জনা গাঁয়ে অঞ্জনা নদীতীরে।

আমার রবীন্দ্রনাথ
ছোট নদী চলে আঁকে বাঁকে।
আমার রবীন্দ্রনাথ
বীরপুরুষ পালকিতে নিয়ে যায় মাকে।

আমার রবীন্দ্রনাথ
আব্দুল মাঝি, কচ্ছপের ডিম।
আমার রবীন্দ্রনাথ
এসেছে শরৎ রাতে ঝরছে হিম।

আমার রবীন্দ্রনাথ
হালিম মিস্ত্রি ছাতপিটুনির গান।
আমার রবীন্দ্রনাথ
কড়া শাসন শ্যাম চাকর দারোয়ান।

আমার রবীন্দ্রনাথ
নির্ঝরের স্বপ্নভঙ্গ সোনার তরী।
আমার রবীন্দ্রনাথ
প্রজাপালক শিলাইদহে কাছারিবাড়ি।

আমার রবীন্দ্রনাথ
এবার ফিরাও মোরে।
আমার রবীন্দ্রনাথ
ম্লানমুখে ভাষা দিতে দোরে দোরে।

আমার রবীন্দ্রনাথ
প্রশ্ন তোলে, পাশে আফ্রিকা।
আমার রবীন্দ্রনাথ
রাখিবন্ধনে মিছিলে যায় দেখা।

আমার রবীন্দ্রনাথ
ক্রুদ্ধ, দূর হ রাষ্ট্রীয় বুট!
আমার রবীন্দ্রনাথ
ছুঁড়ে ফেলে নাইটহুড!

আমার রবীন্দ্রনাথ
ধূলামন্দিরে ধর্মদ্রোহী।
আমার রবীন্দ্রনাথ
ওরা কাজ করে মন্ত্রে দুঃসাহসী।

আমার রবীন্দ্রনাথ
সার্বজনীন প্রভু এক নিঃস্ব।
আমার রবীন্দ্রনাথ
হিংসা-যুদ্ধবিরোধী এক বিশ্ব।

আমার রবীন্দ্রনাথ
ডাকে,কাছে এসো, কেন দূরে থাকো?
আমার রবীন্দ্রনাথ
জুড়ে দেয় ভাঙা জোড়াসাঁকো।

আমার রবীন্দ্রনাথ
মুক্ত বাউল,বিস্তীর্ণ ভালোবাসা।
আমার রবীন্দ্রনাথ
খুবই সহজ তাঁহার নিকটে আসা।