অবতক খবর,২১ নভেম্বরঃ সাঁতরাগাছি ওভারব্রিজের মেরামতির কারণে দীর্ঘ ট্রাফিক জ্যাম। সকালের দিকে ট্রাফিক জ্যাম কম থাকলেও বেলা বাড়লে জ্যাম বেড়ে যায়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন হওয়ায় এমনিতেই গাড়ির চাপ গত দুদিনের চেয়ে বেশি ছিল। সাঁতরাগাছি সেতুর কলকাতা মুখি লেনে মেরামতির কাজ হওয়ায় একটা লেন দিয়েই দুদিকের গাড়ি চলাচল করছে। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক অফিসাররা যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও জ্যাম আটকানো যাচ্ছে না। ব্রীজের দুই প্রান্তে এক থেকে দেড় কিলোমিটারের বেশি লম্বা গাড়ির লাইন লক্ষ্য করা গেছে । ৪৫ মিনিট থেকে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে যাত্রীরা গাড়ির মধ্যে আটকে পড়েন। এমনকি জ্যামে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। যাত্রীদের অভিযোগ দীর্ঘক্ষণ অপেক্ষা করার ফলে তাদের কর্মস্থলে যেতে যথেষ্ট দেরি হচ্ছে। তারা চাইছেন দ্রুত ব্রিজ মেরামতি করা হোক। এদিকে হাওড়া সিটি পুলিশের এক অফিসার বলেন কলকাতা মুখি লেন সকালের দিকে চাপ বেশি থাকায় সেদিকেই বেশি গাড়ি ছাড়া হচ্ছে। আবার সন্ধ্যেবেলায় কলকাতা থেকে ফেরার সময় উলুবেড়িয়াগামী গাড়িদের বেশি করে ছাড়া হচ্ছে। তারা চেষ্টা করছেন যাতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা যায়।