অবতক খবর,১০ এপ্রিলঃ আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যিনি সাংবাদিক বৈঠকে বলেন দিয়ে নিয়ে সরকারি কর্মচারীরা দিল্লিতে গিয়ে যে আন্দোলন করছেন , এটা তো কোন রাজনৈতিক দলের নয় সরকারি কর্মচারী সমস্ত দলেরই হতে পারে দেখতে হবে তাদের দাবি সঠিক কিনা তারা এ বিষয়ে তাকে ডেকেছিলেন কিন্তু তিনি থাকবেন না বলে জানিয়ে দেন।
অধীর রঞ্জন চৌধুরী আজ সিবিআই সম্বন্ধে বলেন যে তারা তো ওজনের চেয়ে ভোজন বেশি করে ফেলেছে কারণ তাদের যে পরিকাঠামো তার চেয়ে বেশি কেস গ্রহণ করে ফেলেছে। অধীর বলেন তারা যে স্বইচ্ছায় করেছে সে কথা আমি বলছি না কিন্তু প্রকৃতপক্ষে এখন সিবিআই এর অবস্থা ওজনের চেয়ে ভোজন বেশি হয়ে গেছে ফলে হাইকোর্ট তাদের সমালোচনা করছেন মানুষের কাছেও তারা ধিকৃত হচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী বলেন মানুষ চাই যে কোন অন্যায়ের তাড়াতাড়ি বিচার, সেখানে সিবিআইয়ের আঠারো মাসে বছর, তদন্ত চলছে তো চলছেই, এই তদন্ত কবে শেষ হবে? কেউ জানে না তদন্ত কোথায় সমাপ্তি হবে তাও কেউ জানে না, সিবিআই এর তদন্ত যেন প্রবাহমান গঙ্গার মত বয়ে চলছে কেউ জানে না এর শেষ কোথায়। রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে যাওয়া ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী বলেন রাজ্যপাল একজন শিক্ষিত মানুষ তিনি যেতেই পারেন বিশ্ববিদ্যালয় ।তার জন্য তাকে তৃণমূলের পারমিশন নেয়ার প্রয়োজন নেই। তিনি আচার্য তার উপর দায়িত্ব বর্তায়, তাকে তো যেতেই হবে বললেন অধীর রঞ্জন চৌধুরী। সাগরদিঘির মানুষের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ার ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে আপনারা সাগরদিঘী হেরে যাওয়ার পর আপনারা নিজেরা ভেবে নিয়েছেন যে সাগরদিঘির মা বোনেরা আপনাদেরকে ভোট দেয় নি সে কারণে আপনারা সাগরদিঘির মা-বোনদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে প্রতিশোধ নিতে চাইছেন, জেনে রাখবেন আমরা এটা হতে দিব না, দরকার পড়লে এই লক্ষীর ভান্ডার বন্ধ করার বিরুদ্ধে আমরা অবস্থান করবো, কোর্টে যাব কারণ এই লক্ষীর ভান্ডার মমতা ব্যানার্জির আচলের পয়সা নয়। অধীর রঞ্জন চৌধুরী বলেন মানুষের পয়সা আপনি কাউকে দিয়ে দয়া করছেন না এবং কাউকে না দিয়ে অধিকার কেড়ে নিতে পারেন না আমরা এ কাজ হতে দেব না বললেন অধীর।