অবতক খবর,২০ আগস্ট: গতকাল ১৯ আগস্ট ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর ভাটপাড়ার বাড়ি অর্থাৎ মজদুর ভবন, যেখানে তিনি বর্তমানে বসবাস করছেন, সেখানে রাজ্য পুলিশ রেইড চালায়। এই রেইড চালানোর বিষয় নিয়ে সাংসদের যে রক্ষীবাহিনী সিআরপিএফ, তাদের সঙ্গে রাজ্য সরকারের পুলিশ বাহিনীর তুমুল বচসা চলে। রাজ্য সরকারের পুলিশ বাহিনীতে ছিলেন ব্যারাকপুর জয়েন্ট সিপি অজয় ঠাকুর। তাঁর নেতৃত্বেই এই রেইড চলে।
মহামান্য হাইকোর্টের নির্দেশনামা নিয়েই রাজ্য পুলিশ তাঁর বাড়িতে সার্চ করতে আসে। কিন্তু তা সত্ত্বেও সিআরপিএফ বাধা দেয়। তারা জানায় যে,তারা কিছুতেই এই তল্লাশি চালাতে দেবেন না। পরবর্তীতে অজয় ঠাকুর বলেন, বাড়ি তল্লাশিতে কেন বাধা দেওয়া হচ্ছে? সিআরপিএফদের বলেন আপনারা হচ্ছেন সাংসদের দেহরক্ষী, কিন্তু আমরা এসেছি হাইকোর্টের নির্দেশনামা নিয়ে বাড়ি তল্লাশি করতে। সেখানে আপনারা বাধা দিতে পারেন না। এই নিয়ে তাদের মধ্যে তুমুল বচসা চলে।
শেষ পর্যন্ত রাজ্য পুলিশ কৃতকার্য হয়ে মজদুর ভবনে ঢোকে এবং রীতিমত তল্লাশি চালায়। এখন জনমনে প্রশ্ন, কেন সাংসদের বাড়িতে তল্লাশি, কি কারণে? এই বিষয়টি এখনও জানা যায়নি। আর এই তল্লাশিতে সিআরপিএফ ই বা বাধা দিচ্ছে কেন? একটা সাংসদের বিরুদ্ধে যদি কোন অভিযোগ ওঠে, তাতে যদি কোনরকম গণ্ডগোল না থাকে তাহলে সংসদই বা সেই তল্লাশিতে সহযোগিতা করছেন না কেন?
এদিকে জানা গেছে, ভাটপাড়া পৌরপ্রধান থাকাকালীন অর্জুন সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পৌরসভায় বিভিন্ন কাগজপত্র পাওয়া যাচ্ছে না।
তারা অনুসন্ধানে এই তল্লাশি অভিযান চালানো হয়।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে, আর তো কোন সাংসদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে না। তবে শুধু কেন অর্জুন সিং-এর বাড়িতেই তল্লাশি চলছে!
কারণ তিনি দুর্নীতি করেছেন। যার কারণেই এই পুলিশি অভিযান চালানো হচ্ছে তাঁর বাড়িতে। তিনি বিজেপি সাংসদ সেই কারণে নয়, বরং তাঁর দুর্নীতির কারণেই পুলিশ বারবার যাচ্ছে তাঁর বাড়িতে।