অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ এদিন বনগাঁ বাটার মোড়ে বিজেপির একটি সভা থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেন রাজ্য সরকার জায়গা দিলে বনগাঁ বাগদা রেল প্রকল্প বাস্তবায়িত করব আমরা । মুখ্যমন্ত্রীর বনগাঁতে নিয়ে তৈরি হওয়া নতুন জেলার নাম ইছামতি নাম দেওয়া মানতে পারছেন না বলেও দাবি করেন তিনি । তিনি বলেন বনগাঁ একটা আবেগ সেটাকে কেন ইছামতি জেলা করা হবে । ইছামতি সংস্কার করা হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। অতি দ্রুত প্রথম পর্যায়ের কাজ শুরু হবে । আরো অভিযোগ করেন তার উন্নয়ন তহবিল থেকে অনুদান দিলেও কাজে লাগাতে চাইছে না অনেক গ্রাম পঞ্চায়েত ।
যদিও শান্তনু ঠাকুরের এই সভায় আজ দেখা যায়নি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বনগাঁ জেলা সভাপতি রাম পদ দাস কে সেই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি এসেছি । কারা নেই সে বিষয়ে আমি কিছু বলতে পারব না ।
এই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাগদার তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস কে উদ্দেশ্য করে আক্রমণ করেন । তিনি বলেন বিশ্বজিৎ দাস ক্রস বিট তিনি পদ্মফুলে জিতেছেন আবার তৃণমূলের জেলা সভাপতি । এছাড়াও একাধিক বিষয় নিয়ে বিশ্বজিত দাসকে আক্রমণ করেছেন ।
বিশ্বজিৎ দাস শান্তনু ঠাকুরের ইছামতি জেলা নিয়ে বক্তব্য প্রসঙ্গে বলেন ইছামতি আমাদের কাছে আবেগ সেই কারণেই ইছামতি জেলার নাম হয়েছে । শান্তনু ঠাকুরের উন্নয়ন তহবিলের টাকা পঞ্চায়েত খরচ করছে না প্রসঙ্গে তিনি বলেন উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী বড় বড় প্রজেক্ট নিয়ে আসুক রাজ্য সরকার না করতে চাইলে সে বিষয়টা আমরা দেখব । উনি চার বছরে কিছু করেননি, মানুষ ওনার চেহারা ভুলে গিয়েছে । বাগদা বনগাঁ রেললাইন প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার মতো দূরদর্শিতা তার নেই একটা প্রজেক্ট বাজেটে অ্যালটমেন্ট হলো না তিনি বলছেন বাগদা বনগাঁ রেল করে দেবেন । আসলে ভোটের এক বছর আছে সেই কারণে উনি সমস্ত বলছেন । গাছে কাঁঠাল গোপে তেল কেমন দশা ।
বনগাঁ জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডলের বক্তব্য প্রসঙ্গে বিশ্বজিৎ দাস কোন বক্তব্য দিতে চাননি ।