অবতক খবর,১৯ ফেব্রুয়ারী :  বাগান থেকে চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, ঘটনাটি ঘটে সাগরদিঘীর হরহরি এলাকায়। আত্মঘাতী ওই চিকিৎসকের নাম গোলাম আহমেদ বয়স ৪৫।

স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি হরিহরি এলাকায় হোমিও চিকিৎসক সেই সঙ্গে একজন সমাজসেবীও বটে । বুধবার সকালে হরহরি এলাকার মাঠে একটি বাগানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রাম বাসীরা। তড়িঘড়ি সাগরদিঘী থানায় খবর দেওয়া হয়। এবং দেহ সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।

তবে কি কারনে এই চিকিৎসক আত্মঘাতী করলো এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যেই সাগরদিঘী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সমস্ত প্রক্রিয়া চালাচ্ছে।