অবতক খবর,২ জুলাই: দীর্ঘদিনের সমস্যা, কাবিলপুরের প্রায় ৮ কিলোমিটার রাস্তার, সোমবার বৃষ্টি হতেই ছোট নদীতে পরিণত হয় এই রাস্তা, আর সেখানেই স্থানিয়রা ছোট নৌকা নামিয়ে বিক্ষোভ দেখান, অন্যদিকে কাবিলপুর তেঘরী পাড়ায় , মাল বোঝাই ট্রাক্টর উল্টে ঘটে বিপত্তি, বন্ধ হয়ে পড়ে প্রায় চার ঘন্টা রাস্তা চলাচল, যার ফলে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে বহু মানুষ, একাধিক যানবাহন ।

 

স্থানীয়দের দাবি বার-বার জনপ্রতিনিধিদের জানিয়েও কেন শুরু হচ্ছে না কাবিলপুরের রাস্তার সংস্কারের কাজ, আর কতদিন দেখতে হবে কাবিলপুরের এই দুর্দশার ছবি, উঠছে প্রশ্ন, কিছুদিন আগেই সাগরদিঘীর কাবিলপুর মথুরাপুরে আসেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সেখানেও তিনি কথা দেন দ্রুত শুরু হবে কাবিলপুরের রাস্তা সংস্কারের কাজ। কিন্তু নেমে এলো বর্ষা একের পর এক দুর্ঘটনা , আবার কোথাও ছোট নদীতে পরিণত হচ্ছে কাবিলপুরের রাস্তা, নাজেহাল এলাকার মানুষ। কখন শুরু হচ্ছে কাজ সেটাই এখন দেখার বাকি।