অবতক খবর,১৫ ফেব্রুয়ারী : কোন রকম প্রাণে বাঁচলো গাড়িতে থাকা ৩জন ও এক দোকান মালিক।

শনিবার ঘটনাটি ঘটে সাগরদিঘীর রতনপুর মোরে, স্থানীয় সূত্রে জানা যায় রতনপুর থেকে সাগরদিঘী আসার পথে একটা চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি দোকানে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে দোকানটি সম্পূর্ণ উল্টে যায়। গাড়িতে চালকসহ মোট তিনজন ব্যক্তি ছিল। গাড়ি চালক মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিলো বলে জানা গিয়েছে। দোকানদার সহ গাড়িতে থাকা তিনজন ব্যক্তি বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। খবর দেওয়া হয় সাগরদিঘী থানার পুলিশকে সাগরদিঘী থানার পুলিশ গাড়ি চালকসহ তাদের উদ্ধার করে নিয়ে যায়।

চার চাকাটির সামনের অংশটা দুমড়ে মুচড়ে যায়।