অবতক খবর , সৌরভ নস্কর , দক্ষিণ 24 পরগনা :  রক্তদান মহৎ দান।১ বিন্দু রক্ত ফিরিয়ে দিতে পারে ১ টি অমূল্য প্রাণ। তবে বর্তমানে কোভিদ প্যানডেমিক সিচুয়েশনে রক্তদান শিবির গুলি তেমন ভাবে অনুষ্ঠিত হচ্ছে না। ফলে ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে রক্তের ঘাটতি। এমন পরিস্থিতি তে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সতর্কতা অবলম্বনের সাথে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে করে রক্তের ঘাটতি পূরণ করা যায়।

১১ই নভেম্বর সকাল ৯টা থেকে গঙ্গাসাগরের কৃষ্ণনগর জোড়া মন্দির বাস স্ট্যান্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই শিবিরের সোসিয়াল ডিসটেন্স যথাযথ পালনের সাথে প্রায়১৫০ জনের মতো সাধারণ মানুষ রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন সাগর বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা, ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি নিমাই মহারাজ সহ কৃষ্ণনগর কিশলয় সংঘের সকল সদস্যগণ ।