অবতক খবর , সংবাদদাতা , দক্ষিণ 24 পরগনা : – সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার।তাই গঙ্গা সাগরে পূর্ণ লাভের আশায় দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমায়।এই গঙ্গাসাগর বিশ্ববাসীর কাছে এটি পরিচিত নাম।কিন্তু এবারে সেই গঙ্গাসাগরে নষ্ট হচ্ছে তার ঐতিহ্য তার সাংকৃতি ধারাবাহিকতা।

মনসা পূজকে কেন্দ্র করে। গঙ্গাসাগরে চলছে ন্যাকেড ডান্স। দক্ষিণ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগরের রাধাকৃষ্ণপুর মায়াগোয়ালিনী ঘাটের মনসা পূজা কে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো অসামাজিক অশ্লীল নৃত্য।

এই গোটা বিষয়ে ধিক্কার জানিয়েছেন বিভিন্ন শিক্ষক মহল থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গরা ধিক্কার জানিয়েছেন। ওই অশ্লিল নৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর বিধানসভা ১২০নম্বর বুথের তৃণমূল নেতা গোষ্ঠ গোপাল পাত্র।