অবতক খবর , সৌরভ নস্কর ,দক্ষিণ 24 পরগনা :- সাগর পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় আজকের সাগর ব্লকে কৃষান মান্ডি তে ১৩৯ টি মায়েদের স্বনির্ভর গোষ্ঠীর হাতে মুরগি বাচ্চা ও খাবারের বস্তা তুলে দেওয়া হল।

 

উপস্থিত ছিলেন সাগর বিধানসভার মানবিক বিধায়ক মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্র নাথ খাঁড়া মহাশয় ।

 

উপস্থিত ছিলেন মাননীয় মহিতোষ দাস মহাশয় সভাপতি সাগর ব্লক,উপস্থিত ছিলেন প্রানী সম্পদ বিভাগের কর্ম কর্তা গন ও স্বনির্ভর গোষ্ঠীর মা ও বোনেরা।