অবতক খবর,৭ নভেম্বর,মালদাঃ সাড়ে তিনশো বছর ধরে প্রথা মেনে কালী দৌড় মালদহের মালতীপুরে।। কালীপুজোর দুই দিন পর মালদহের চাঁচল ২ নাম্বার ব্লকের মালতীপুর দুর্গা মন্দির প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় কালী দৌড়ের আসর বসে। এবারও শনিবার সন্ধ্যার পর কালী দৌড় সম্পন্ন হয়েছে।
আজ থেকে সাড়ে তিনশো বছর আগে মালতীপুরে কালী দৌড়ের সূচনা করেছিলেন চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী। শুরুর দিকে মোট দুটি কালীর দৌড় হত। একটি জমিদারদের ও আরেকটি গরিবদের। তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী নিজে হাজির থেকে জমিদার ও গরিবদের কালীর দৌড় করাতেন। যার কালী জিতে যেত তাদের টাকা-পয়সা, সোনা-গয়না দিয়ে পুরস্কৃত করতেন রাজা।
আগে দুটি কালীর দৌড় হলেও এবার মোট আটটি কালীর দৌড় হয়েছে। কালীপুজোর দুই দিন পর গ্রাম পরিক্রমার পর মালতীপুর দুর্গা মন্দির প্রাঙ্গনে কালী দৌড় শুরু হয়। পুরোনো রীতি মেনে কালী দৌড়ে আজও পাঠকাঠির মশাল জ্বালানো হয়। মালতীপুরের কালী দৌড় দেখতে কয়েক হাজার লোক সমাগম হয়। হিন্দুদের পাশাপাশি এলাকার মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ ভিড় জমান।