অবতক খবর,২৪ আগস্ট,বাঁকুড়া:- গতকাল পুলিশ রাস্তা আটকালেও ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সাতসকালেই রানিবাঁধের শহীদ কর্মী অজিত মুর্মুর বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
বিজেপির শহীদ সম্মান যাত্রার সপ্তম দিনে অংশ নিয়ে রানিবাঁধ থানার হলুদকানালি মোড় এলাকায় স্থানীয় পুনেশ্যা গ্রামে শহীদ বিজেপি কর্মীর বাড়িতে যাবার সময় কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপির নেতৃত্বদের বাঁকুড়া অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গনেশ বিশ্বাস এবং খাতড়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী রাস্তায় আটকে দেয়।
এরপর রাস্তার উপরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী সহ বিধায়করা এবং বিজেপি নেতৃত্বরা। এরপর তারা দলীয় কর্মসূচিতে যোগ দেন।
কিন্তু অবস্থান কর্মসূচিতেই কেন্দ্রীয় মন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে তারা তাদের শহীদ কর্মীর বাড়িতে পৌঁছাবে বলে চ্যালেঞ্জ করেছিলেন।
প্রয়োজন পড়লে আইনি সহযোগিতা নেওয়ার কথাও বলেছিলেন তিনি রাস্তার উপর অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে।
সেইমতো এদিন সাতসকালেই তাদের শহীদ অজিত মুর্মুর বাড়িতে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
তার বাড়িতে উপস্থিত হয়ে তারা তার আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং স্ত্রী-সন্তান ও মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।