অবতক খবর,১৪ জানুয়ারি: উত্তর 24 পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত হাবরা থেকে মগরা যাওয়ার গৌড়বঙ্গ রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, হাবরা থেকে মগরা দিকে যাচ্ছিল এক মদ্যপ ভ্যানচালক। ঠিক সেই সময়ই মগরা থেকে হাবরার দিকে আসছিল একটি লরি। শাহীবাবা মেডিকেল হলের সামনে মুখোমুখি সংঘর্ষ হয় এবং লরিটি ছিটকে পড়ে যায় রাস্তার পাশে এবং ভ্যানচালক ছিটকে রাস্তার উপরে পড়ে গাড়ির নিচে চলে যায়। ঠিক তখনি তার হাতের উপর দিয়ে চলে যায় গাড়ির চাকা।
তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা গুরুতরভাবে যখন ভ্যানচালককে উদ্ধার করে পাঠানো হয়েছে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে । স্থানীয় বাসিন্দাদের দাবি, সাত সকালের ভ্যানচালক মদ্যপ অবস্থায় ভ্যান চালিয়ে যাচ্ছিল মগরা দিকে, যেখানে হাবরা শহরে চলছে আজ লকডাউন। সেখানে কিভাবে রাস্তায় অবস্থান চালাচ্ছে ভ্যান চালক সে দিকেই উঠছে প্রশ্ন। এ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে হাবরা থানা অরিন্দম মুখোপাধ্যায়, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাবরা থানা পুলিশ।