সাদা
তমাল সাহা

নিউটনের চাকতি কি কেউ কোনদিনও ঘুরিয়েছেন
যদি না ঘুরিয়ে থাকেন
আজ একবার ঘুরিয়ে দেখতে পারেন।

তখন তো বুড়ো ছিলেন না, তবে চুলগুলি সাদা ছিল কেন
কেন সাদা পাঞ্জাবি সাদা ধুতি পরতেন
এটা একটা অহংকার এটা একটা গর্ব এটা একটা প্রত্যয়!

মুখেও তো সেই সাদা মোড়কের সিগারেট, সাদা ধোঁয়া
ইচ্ছে আগুন ধোঁয়া হয়ে উড়ে যায়!

তবে নীল ছিল নীল মানে তো বিষ
তিনি শিল্পের বিষ খেয়ে ফেলেছিলেন!