অবতক খবর,৮ আগস্ট: করোনার সংকট কাল থেকেই তৃণমূল নেতাকর্মীরা বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে আদর্শ উচ্চ বিদ্যালয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হল।
দরিদ্র মানুষ যাতে সহজে বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকেন সেই লক্ষে আজ রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইমেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে সাধারণ মানুষকে সাহায্য করবার উদ্দেশ্যে গোটা দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকবেন।
আজ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কডিনেটর সুভাষ চাকির সঙ্গে কথা বললে তিনি এমনই তথ্য জানিয়েছেন।
আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প মূলত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ক অর্ডিনেটর সুভাষ চাকির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
করোনা সংকটকালে এই তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিভিন্নভাবে উদ্যোগী হয়েছিলেন। করোনার প্রভাব কিছুটা কমতেই অনেক দরিদ্র সাধারণ মানুষ করোনা সংকটের কারণে আতঙ্কিত হয়ে দীর্ঘদিন ডাক্তার দেখাতে যেতে পারেননি বাড়ির বাইরে না বেরোনোর কারণে। সেই কারণে এই দরিদ্র মানুষদের সাহায্য করবার উদ্দেশ্যে এই মেডিকেল কিভাবে আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
আজকের এইমেডিকেল ক্যাম্প সম্পূর্ণ কোভিড সর্তকতা মেনে আয়োজিত হয়।