অবতক খবর,২৩ জুলাই: বর্ষাকাল মানের সাপের ভয়।বিভিন্ন ধরনের সাপ মাঠে ঘাটে বাগানে এমনকি বাড়ির আনাচে কানাচে দেখা যায়।ছোট থেকে বড় সকলের আতঙ্ক থাকে এই সাপকে ঘিরে। এদের মধ্যে কোনটা বিষধর সাপ আবার কোনাটা বিষহীন। কিন্তু আমরা সাপ দেখলেই ভয়ে তাদের মেরে ফেলি না হয় আতঙ্কে মারা যায়।

তাই ছোট থেকেই সকলের মধ্যে সাপ নিয়ে সচেতনতা বাড়াতে আজ বেলডাঙ্গা ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে এক সচেতনতার শিবির হয়ে গেল বেলডাঙ্গার সেফ আর্থ বাই আওয়ার কন্ট্রিবিউশান সংস্থার উদ্যোগে।

অংশগ্রহণ করে দ্বিতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা।ল্যাবটপে তাদের ভিডিও দেখানো হয়। সাপ সম্পর্কে সচেতন করা হয়। শিক্ষার্থীরা প্রশ্নোত্তরে অংশগ্রহণ করে।