অবতক খবর,১৩ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: সাবধানে গাড়ি চালানোর জন্য জনসাধারণকে সচেতনতা করার লক্ষ্যে
মন্তেশ্বর থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি করা হয়। সাবধানে গাড়ি চালান , নিজের জীবন বাঁচান , এই কর্মসূচি মন্তেশ্বর থানার সমস্ত পুলিশ কর্মীরা, সিভিক ভলেন্টিয়ারা ফেস্টুন ব্যানার সহ সুসজ্জিত ভাবে মন্তেশ্বর থানা থেকে শুরু হয়ে, বিডিও অফিসের মোড় ,কামারশাল মোর হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে একটি রালির মাধ্যমে পদযাত্রা করে।
মন্তেশ্বর বাজারজুড়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি বলেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরবাইক চালানো, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা, প্রভৃতি সচেতনামূলক বার্তা দিয়ে এই সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হয়। পথ চলতি সাধারণ মানুষজনকে সচেতনও করা হয় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে।