অবতক খবর , বিজু , বর্ধমান :- আসানসোল পুরনিগমের প্রশাসনিক বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামী ৩০ শে অক্টোবরের মধ্যে পুরনিগমের আওতায় থাকা সমস্ত জলাশয়ের ঘাটগুলির সংস্কার সাধন করা হবে ৷
শারদীয়া উৎসব শেষেই এগিয়ে আসছে ছট উৎসব ৷ শিল্পাঞ্চলে হিন্দি ভাষাভাষী মানুষ ছাড়াও বহু সাধারণ মানুষ ছট উৎসবে মেতে ওঠে ৷ ছট পূজার ক্ষেত্রে ভক্তদের কাছে জলাশয়ের গুরুত্ব অপরিসীম ৷
তাছাড়া দুর্গা পুজোর প্রতিমা নিরঞ্জনের পরে শিল্পাঞ্চলের জলাশয়গুলির অধিকাংশ ঘাটগুলি অপরিচ্ছন্ন হয়ে পড়েছে ৷ তাই দূষণ নিয়ন্ত্রনের ক্ষেত্রেও জলাশয়ের ঘাটগুলি পরিষ্কার ও সংস্কার সাধনের প্রয়োজন রয়েছে ৷
এই বিষয়ে পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য ও স্থানীয় প্রাক্তন পুরপিতা মীর হাসিম জানিয়েছেন, প্রশাসনিক বোর্ডের সিদ্ধান্ত অনুসারে বুধবার থেকেই পুরনিগমের আওতায় থাকা জলাশয়ের ঘাটগুলি পরিষ্কার করার সাথে সংস্কার সাধনের কাজও শুরু হয়েছে ৷
বুধবারেই কুলটি অঞ্চলের শিবমন্দির লাগোয়া ঘাটের সংস্কার করা হয় ৷ আগামী ৩০ শে অক্টোবরের মধ্যেই সব জলাশয় পরিষ্কার করে দূষণ নিয়ন্ত্রন করা হবে ৷