অবতক খবর , নদীয়া :     সারা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । বতর্মানে রাজ্যের অধিকাংশ ব্লাডব্যাংক রক্তশূন্য , করোনা আবহে । রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো নদিয়া জেলার সেবামূলক সংগঠন স্পর্শ। মঙ্গলবার কৃষ্ণনগর পৌরসভার নেতাজি ভবনে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় ।

স্পর্শের সম্পাদক মলয় দাস জানান “মুমূর্ষ প্রান্তিক কর্মহীন মানুষের সহযোগিতার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রক্তদানে সামিল হয়েছি আমরা, কারণ রক্তের বিকল্প কিছু নেই! তৈরি হয়না কারখানাতে। মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানোর মত পূণ্য কাজ, আর হয় নাকি!”