সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার ::   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বনন্দোপাধ্যায়ের অনুপ্ররেণায় বৃক্ষরোপণ কর্মসূচীকে “সামিয়ানা” কর্মসূচী হিসেবে, রাজ্য জুড়ে চলছে বনমহোৎসব। সপ্তাহব্যপী (১৪-২০জুলাই) বনমহোৎসব পালনে চলছে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী ।

রবিবার শীতলকুচি ব্লকের গোসাইরহাট জিপিতেও চারা বিতরণ করা হলো। গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মদন বর্মন জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে গাছের চারা তুলে দিয়ে বনোৎসব কর্মসূচীর সূচনা করেছেন শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন। তিনি বলেন, রাজ্য সরকার সামিয়ানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রাকৃতিক পরিবেশকে দূষণ মুক্ত করার পরিকল্পনা নিয়েছেন । প্রতিটি জিপিতে ২০০০ চারা গাছ বিতরণ করা হচ্ছে।

মূলতঃ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রাধান্য দিয়ে গাছের চারা বিতরণ করা হয়। আজকের এই বনমহোৎসবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী পাল, গ্রাম পঞ্চায়েত প্রধান মদন বর্মন, জেলা পরিষদ সদস্য অশোক রায়, বিশিষ্ঠ সমাজসেবী হরিনাথ বর্মন, সুশান্ত মন্ডল, সামশুল হক প্রমুখ নেতৃত্বগণ। গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় সহস্রাধিক মহিলা এই বনমহোৎসবে সামিল হন।