অবতক খবর,১০ আগস্ট:খড়দা শ্যামসুন্দর ফেরিঘাটে মূর্তিতে মাল্যদান করতে আসেন বিজেপি নেতা সায়ন্তন বসু। কিন্তু মাল্যদানের আগেই তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, দেখানো হয় কালো পতাকা।
জোর করে মাল্যদান করতে গেলে মালা ছিড়ে ফেলে দেয় তৃণমূল সমর্থকরা।
এরপর সায়ন্তন বসু মালা না দিয়েই এলাকা ছেড়ে চলে যান।