অবতক খবর , ইসলামপুর :      প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সারারাত ব্যাপী চল্লিশটি টিমকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। গোয়ালপোখর এক ব্লকের ডোহা পাড়া এলাকায় রবিবার সন্ধ্যা থেকে এই খেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা।

ক্লাবের তরফে জানা গেছে, ওই টুর্ণামেন্টে গোয়ালপোখর এক ব্লকের প্রায় চল্লিশটি দল অংশ নেয়। খেলার উন্মাদনা গৃহবন্দি মানুষদের টেনে এনেছে সবুজ মাঠে। রাতভর জেগে থেকে আট থেকে আশি বছরের মানুষ বহুদিন বাদে শামিল হলেন একটি আনন্দের পর্বে। গ্রামবাসীরা যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন খেলার প্রত্যেকটি দৃশ্য। এই খেলায় চ্যাম্পিয়ন হন ওই ব্লকের খোদাসুর গ্রামের যুবকরা এবং রানার্স আপ মজিদপুর গ্রামের যুবকদের অপর একটি দল। তাদেরকে এদিন নগদ পুরস্কার এবং ট্রফি তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে।

অন্যদিকে ডোহা বাড়ি ইউনিটি’ ক্লাবের পক্ষ থেকে যদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে ও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শফিউর বহমান , কংগ্রেস নেতা নার্গিস এহসান আক্তার ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধক্ষ্য গোলাম রসুল ও অন্যান্য সমাজ কর্মীরা ।

ক্লাবের তরফে দীপক কুমার জানান, এই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সিপিআইএম নেতা শফিউর বহমান। অনুষ্ঠানে এলাকার তরুণ-তরুণীরা দেশ ভক্তি গান ও নাচ ইত্যাদি প্রর্দশন করেছেন। তা দেখতে এলাকার বহু জনসাধারণের উপস্থিতি দেখা গেছে এদিন।