অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ      বুধবার থেকে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় মাঠে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ অবস্থানে বসেন। এই সংগঠনের সদস্যরা তাঁদের আট দফা দাবিতে এই কর্মসূচি গ্রহণ করেন। তাঁদের দাবি যে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছিলেন সেগুলি পুরো করতে হবে । এই কর্মীদের মাসিক বেতন ১৫০০০ টাকা নির্ধারিত করতে হবে। জানান যে বাঁকুড়া সহ এই রাজ্যের সমস্ত স্থানে তাঁদের সংগঠনের পক্ষ থেকে একসাথে এই কর্মসূচি পালন করা হচ্ছে ।

এই সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি অমিত সরকারকে তাঁদের এই অনির্দিষ্টকালের জন্য অবস্থান। জানান যে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে গ্রামীণ সম্পদ কর্মীদের জন্য মাসিক বেতনের ব্যবস্থা করবেন কিন্তু লোকসভা নির্বাচন পেরিয়ে বিধানসভা নির্বাচন চলে এলেও এখনও তাঁদের জন্য কিছুই করা হয় নি। তিনি জানান যে এই করোনা কালেও তাঁরা নানা রকম সামাজিক কাজ করে চলেছেন । তিনি আক্ষেপের সুরে বলেন যে তাঁরা পঞ্চায়েত ও বি ডি ও অফিসের কাজও করে চলেছেন কিন্তু তাঁরা পাচ্ছেন মাত্র দৈনিক ১৭৫টাকা । তিনি দাবি করেন যে কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী যেন সোশ্যাল অডিটের কাজ শুরু করা হয় ।

অমিত বাবু বলেন যে ডেঙ্গু প্রতিরোধ তাঁরা নালি পরিষ্কারও করছেন । এত সব করার পরও তাঁদের কোনো সামাজিক সুরক্ষা নেই । করোনা সংক্রান্ত কাজ করার ফলে শিমলাপাল কোতুলপুর সহ বিভিন্ন এলাকার কর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন । তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যদি করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে তাঁদের কিছু হয তাহলে তাঁদের পরিবার অথৈ জলে ভেসে যাবে । অমিত সরকার বলেন যে যদি তাঁদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে তাঁরা কোলকাতার রাজপথে নেমে তাঁদের আন্দোলন করবেন।