অবতক খবর :আজ সর্বভারতীয় কৃষকদের ডাকে সারা ভারত বন্ধ। ভারতবর্ষের কৃষক বিদ্রোহ এই শতাব্দীতে ঐতিহাসিক হতে চলেছে। ৯৬ হাজার ট্রাক্টর সহ কমপক্ষে ১২ লক্ষ মেহনতী কৃষক দিল্লিতে অবস্থান করছেন এবং উত্তরপ্রদেশ,রাজস্থান এবং বিভিন্ন সীমান্তে কৃষকরা দিল্লিকে প্রায় ঘেরাও করে ফেলেছেন।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই কৃষকদের পাশে দাঁড়িয়েছে সমস্ত মানুষ এবং সমস্ত রাজনৈতিক দলেরা কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করছেন এবং আজকের এই ধর্মঘটকে সফল করার জন্য লাগাতার প্রচার করেছেনই এবং আজ সক্রিয় ময়দানে নেমেছেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ এই বন্ধ সফল করার জন্য কাঁচরাপাড়া স্টেশনে সকাল ৭টা ২০ মিনিট থেকে প্রায় আধঘন্টা ট্রেন অবরোধ চলে সিপিএম এরিয়া কমিটির নেতৃত্বে। সিপিএম এরিয়া কমিটির সদস্যরা সম্মিলিতভাবে মিছিল করে এই বন্ধের সমর্থনে প্রচার করে এবং দোকানপাট, বাজার বন্ধ রাখার জন্য আহ্বান জানায়।