অবতক খবর,১৯ সেপ্টেম্বর: সারা ভারত কৃষক সভার শাখা(এ আই কে এস) হুগলী জেলা কৃষক সভার উদ্যোগে ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হল। সিঙ্গুরে কল্পনা হলের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন কৃষক ভিত্তিক কৃষি ভেঙ্গে কর্পোরেট নিয়ন্ত্রিত কেন্দ্রীয় কৃষি আইন বাতিল করা, নূন্যতম সহায়ক মূল্যে ফসল বিক্রির আইনি নিশ্চয়তা দেওয়া, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল ২০২১ প্রত্যাহার করার দাবিতে আজ সরব হন তারা।

কমরেড সুদর্শন রায়চৌধুরীর স্মরণে এই সভা শুরু হয়, চলে শহীদ বেদীতে মাল্য দান। এরপর গান বাজনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং তাদের দলীয় সভা আয়োজিত হয়। এই ধরনের বেশ কিছু দাবি নিয়ে আজ তাদের কর্মসূচি পালন হয়।