অবতক খবর,১৭ মার্চ,নববারাকপুর : নববারাকপুরে অসুস্থ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালে বসেই পরীক্ষা দিতে হল।
নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুলে প্রধান কেন্দ্রে সোমবার রাষ্ট্র বিজ্ঞানের পরীক্ষার শুরুতেই আচমকাই পেটে ব্যাথায় অসুস্থ হয়ে পড়ে কলোনী গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী।
দ্রুত সেন্টার ইনচার্জ মেয়েটিকে অ্যাম্বুলেন্স করে স্থানীয় পুরসভা পরিচালিত ডাঃ বি সি রায় জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান এবং সেই হাসপাতালে বসেই শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী অতিরিক্ত পনেরো মিনিট বসে পরীক্ষা দেয়। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্থানীয় পুলিশ প্রশাসন এবং প্রধান পরীক্ষা কেন্দ্রের সেন্টার ইন চার্জ সৌরভ সমাদ্দার ।
জানা গিয়েছে নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের জনতা রোডের বাসিন্দা, ছাত্রীটি জন্ডিস হেপাটাইটিস বি রোগে আক্রান্ত । অসুস্থতার মধ্যে দিয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।তার উপরে সারা রাতে জেগে পরিক্ষার আগের দিনে ঝালিয়ে নেওয়া। পারিবারিক আর্থিক সংকটে সঠিকভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবার।
মেয়েটির বাবা মহাদেব দাস জানান দীর্ঘ দিন ধরে মেয়েটি শারীরিক ভাবে অসুস্থ। চিকিৎসাও চলছে। আজ শেষ পরীক্ষার আগে কাল রাতে অধিক সময় রাত জেগে পড়াশোনা করেছে। আচমকাই পরীক্ষা কেন্দ্রে এসে অচেতন হয়ে পড়লে সেন্টার ইনচার্জ স্থানীয় হাসপাতালে পাঠান। শুরু হয় পেটে ব্যথা এবং দুর্বলতা। চিকিৎসা করিয়ে সেখানে বসে অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা সুষ্ঠু ভাবে শেষ করে। যদিও পরীক্ষার্থীর দাবি আর একটু বেশি সময় দিলে সব উত্তর দিতে পারতাম।