অবতক খবর,সংবাদদাতা,মালদা,১৬ই মে:: সার ও কীটনাশকের দোকান থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ। শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় বাসিন্দারা। এনিয়ে জেলা প্রশাসন, পরিবেশ দূষণ প্রতিরোধ সহ একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেছিলেন ওই এলাকার মানুষজন।
সেই অভিযোগের ভিত্তিতে আজ ইংরেজবাজার শহরের প্রান্তপল্লী এলাকায় তদন্তে যান অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী। সঙ্গে ছিলেন পরিবেশ দূষণ দপ্তরের আধিকারিকরাও। স্থানীয়দের দাবি, ওই এলাকা থেকে সারের দোকানগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হোক।
সে সমস্ত দোকান থেকে এলাকাবাসীদের পাচরা, চুলকানি সহ একাধিক অসুখে জর্জরিত এলাকাবাসী। দীর্ঘদিনের সমস্যা নিয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই সেদিন ঘটনাস্থলে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন আধিকারিকরা।